ক্যাম্পাস না খুললে জুলাই থেকে ঢাবিতে অনলাইন পরীক্ষা
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে চলতি বছরের জুলাই মাস থেকে অনলাইন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
বুধবার (৫ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ড. মাকসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতির যদি উন্নতি না হয় এবং আমরা যদি শিক্ষার্থীদের জুলাইয়ের আগে ক্যাম্পাসে ফিরিয়ে না আনতে পারি, তাহলে জুলাই মাস থেকে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ করছি। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদকে কীভাবে অনলাইন পরীক্ষা গ্রহণযোগ্য ও নিরাপদ করা যায় এবং পরীক্ষার প্রক্টরিয়াল বিধি কি হবে, এসব বিষয়ে একটি নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
উপ-উপাচার্য আরও বলেন, শিক্ষকদের এখন অনলাইনে ক্লাস নেয়ার অভিজ্ঞতা হয়েছে। এখন কীভাবে পরীক্ষা নেবেন, সে বিষয়েও তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। শিক্ষার্থীরাও কিভাবে পরীক্ষা দেবে, এ বিষয়ে পরিকল্পনা নেবে অনুষদগুলো।
আল-সাদী ভূঁইয়া/এএএইচ/এমএস