অনলাইনে পরীক্ষা নেবে বেরোবি, সশরীরে দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৩ জুন ২০২১
ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ।

বুধবার (২ জুন) রাতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ১১ মে অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিলে সুপারিশ করা হয়। সুপারিশক্রমে ৭৮তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেয়া হয়।

অফিস আদেশের অনুলিপি ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ২১টি বিভাগের বিভাগীয় প্রধান, হল ও বিভিন্ন দফতরে পাঠানো হয়।

এদিকে, অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে। অনেকেই বিষয়টিকে স্বাগত জানালেও ল্যাব পরীক্ষা, দুর্গম এলাকায় দুর্বল ইন্টারনেট ব্যবস্থাসহ বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও বেরোবির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস ফোরামের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ বলেন, ‘বেরোবিতে এমনিতেই সেশন জট, তার ওপর করোনা মহামারিতে তা প্রকট আকার নিয়েছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এরইমধ্যে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরীক্ষা অনলাইনে নিলে অনেক জটিলতা দেখা দেবে। তাই আমরা চাই সশরীরে পরীক্ষা নেয়া হোক।’

জীতু কবির/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।