দেশে অনন্য অবস্থানে শাবিপ্রবি : উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৭ জুন ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘শাবিপ্রবি দেশের মধ্যে অনন্য অবস্থানে আছে। শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে ভালো করছে। তবে আমাদেরকে এ অর্জনেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বৈশ্বিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করতে হবে।’

সোমবার (৭ জুন) সকালে আইকিউএসির সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। শাবিপ্রবির ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানদের নিয়ে দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষকদের ভালো ভূমিকা রাখতে হবে। যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আর এ ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম নেতৃত্বের যোগ্যতা আরও বৃদ্ধি করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে।’

আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

মোয়াজ্জেম আফরান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।