সীমিত পরিসরে চালু হচ্ছে রাবির অফিস কার্যক্রম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৮ জুন ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং চলতি অর্থ বছরের শেষ মাসের অপরিহার্য কার্য সম্পাদনের জন্য আগামী ১৩ জুন (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৩ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অফিস প্রধানগণ তাদের প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে ডিউটি রোস্টার তৈরি করবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় কার্য পরিচালনা করবেন।

সেখানে আরও বলা হয়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে করোনার বিস্তাররোধে আগামী ১৬ জুন (বুধবার) পর্যন্ত সব অফিসসমূহ বন্ধের ঘোষণ দেয় রাবি প্রশাসন।

সালমান শাকিল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।