করোনায় শাবিপ্রবির নিরাপত্তারক্ষীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৬ জুলাই ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জ্যেষ্ঠ নিরাপত্তারক্ষী সাদ মিয়া মারা গেছেন।

শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর যোগীপাড়ায় নিজ বাসায় মারা যান তিনি।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তাকর্মী হারিস আলী তার মৃত্যুর বিষয়টি করে জানান, শুক্রবার বাদ এশা জানাজা শেষে মরহুম সাদ মিয়াকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে আর তিন মেয়ে রেখে গেছেন।

সাদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাবিপ্রবি কর্মকর্তা সমিতি ও কর্মচারী ইউনিয়ন।

মোয়াজ্জেম আফরান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।