শেকৃবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, বহিষ্কার ৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে এসব শিক্ষার্থীদের আটক করা হয়, পরে তাদের ছেড়ে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আনোয়ারুল ইসলাম জানান, মানবিক কারণেই বহিষ্কারদের ছেড়ে দেয়া হয়েছে। আমরা চাই না ছোট ভুলে কারও জীবন নষ্ট হোক। তাছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগও তেমন গুরুত্বপূর্ণ নয়। পরীক্ষা শুরুর আগেই তাদের ধরে ফেলায় শুধু পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে ৫`শ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছিল ২১ হাজার ৮ শত ৮৫ জন শিক্ষার্থী। এবছর কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫ সহ মোট আসন সংখ্যা ৫শত।