ছাত্রলীগের উদ্যোগে ঢাকা কলেজে করোনা প্রতিরোধক বুথ স্থাপন
ঢাকা কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে৷ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে বুথ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷
ঢাকা কলেজের প্রধান ফটকের পাশে এবং দুই নম্বর ফটকে এ বুথ স্থাপন করা হয়৷ এখন থেকে ক্যাম্পাসে প্রবেশের সময় বুথ থেকে যে কেউ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন৷ এছাড়া ব্যবহার অযোগ্য মাস্ক এখানে ফেলতে পারবেন৷
উদ্বোধন শেষে অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ স্থাপন একটি প্রশংসনীয় উদ্যোগ৷ শিক্ষার্থীরা যারা মাস্ক আনতে ভুলে যাবে বা যাদের মাস্ক ছিড়ে বা নষ্ট হয়ে যাবে তারা বুথ থেকে মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন৷ অনেক শিক্ষার্থী এতে উপকৃত হবেন৷
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শুভ্রদেব হালদার বাপ্পি বলেন, করোনার শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজেও দুটি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হলো। এছাড়াও প্রয়োজন সাপেক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও বুথ স্থাপনের চেষ্টা চলবে৷
এসময় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক ওবায়দুল করিম, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফা সুলতানা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রোমান মাহমুদ, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিঠুনসহ ছাত্রলীগের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ হাসান/ইউএইচ/জেআইএম