রাবির আবাসিক হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৪০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হলের সিট ভাড়া ও পরিবহন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৮ মাসের হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করা হবে। এছাড়া যেসব ফি জমা দেওয়া হয়েছে সেগুলো পরবর্তীতে সমন্বয় করা হবে।

এর আগে শিক্ষার্থীদের দেওয়া লিখিত আবেদন বিবেচনা করে বুধবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ফিন্যান্স কমিটির ৫৪৯তম সভায় আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। সিন্ডিকেট বৃহস্পতিবার তা চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।

সালমান শাকিল/এএইচ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।