রাবির প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হলেন সনৎ কুমার সাহা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১২ ডিসেম্বর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়।

অধ্যাপক সনৎ কুমার সাহাকে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন। যা ৫০৯তম সিন্ডিকেট সভায় পাস হয়।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক চালু হলো। প্রথম ব্যক্তি হিসাবে মনোনীত হলেন অধ্যাপক সনৎ কুমার সাহা।

সালমান শাকিল/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।