শাবিপ্রবির সিরাজুন্নেসা হল প্রভোস্টের দায়িত্বে জোবেদা কনক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০২:২৪ এএম, ১৫ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে হলটির সহকারী প্রভোস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা করোনায় আক্রান্ত হয়ে ছুটিতে রয়েছেন। তিনি ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হলটির সহকারী প্রভোস্ট জোবেদা কনক খান। দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত প্রভোস্ট অবশ্যই শিক্ষার্থীদের জন্যই কাজ করবে।

হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। ওই হলের ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে রাত আড়াইটার দিকে উপাচার্যের আশ্বাসে তারা হলে ফিরে যান। কিন্তু আশ্বাস প্রত্যাহার হলে শুক্রবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা।

ছাত্রীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পুরো হল প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে হলের অব্যবস্থাপনা নির্মূল করতে হবে, হলের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দিতে হবে।

মোয়াজ্জেম আফরান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।