‘শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চলছে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তারা দাবি করছেন, শিক্ষামন্ত্রী হলুদ মিডিয়ার ষড়যন্ত্রের শিকার।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ কথা বলেন তারা।

মানববন্ধনে কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য জাফর ইকবাল মুন্না, ছাত্রলীগের সহ-সভাপতি সরকার জহির রায়হান, উপ-প্রচার সম্পাদক ফয়জুল্লাহ মানিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রাসেল মিজি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাহেরুল ইসলাম তাহেরসহ অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সহ-সভাপতি সরকার জহির রায়হান বলেন, দীপু মনি ২০০৮ সাল থেকে টানা তিনবার চাঁদপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য। পরিশ্রম ও মেধার মাধ্যমে যখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তখনও তার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল। বিদেশে বেশি সফরের কথা প্রচার করছিল। তিনি তখন হলুদ মিডিয়ার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তিনি যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করে গেছেন সেটি কেউ বলেনি। এখন করোনার সময় শিক্ষাব্যবস্থাকে যখন ঢেলে সাজাচ্ছেন তখন একদল লোক এসি রুমের মধ্যে থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। ষড়যন্ত্র করছেন। এসব ষড়যন্ত্র সবার সামনে প্রকাশ করছে হলুদ মিডিয়া। তিনি হলুদ মিডিয়ার ষড়যন্ত্রের শিকার।

মানববন্ধনে জি এম শাহজাহান নামে এক আওয়ামী লীগ নেতা বলেন, শিক্ষামন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এসব ঘটনার সঙ্গে তারা একেবারেই সম্পৃক্ত নন। তিনি একজন সৎ ও নির্ভীক মানুষ। পুরো চাঁদপুর জেলায় ওনার আত্মীয়স্বজন রয়েছে। পরিবারের কেউ সম্পৃক্ত হলে তার বিচার হবে এখানে মন্ত্রীকে কেন নিয়ে আসছে।

ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জীবন বলেন, দীপু মনিকে নিয়ে আপনাদের মিথ্যাচার বন্ধ করুন এবং সত্যটা প্রকাশ করুন। শিষ্টাচার অনুযায়ী রাজনীতি করেন। বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ও আগামী দিনে আবার ক্ষমতায় নিয়ে আসতে ওনার পাশে থাকতে হবে আমাদের।

যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না বলেন, উনি এই মিথ্যাচারের বিরুদ্ধে দল ও সংসদের কাছে যাবেন।

আল সাদী ভূঁইয়া/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।