টিকাকেন্দ্রে জাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩
ঢাকার সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- অর্ঘ্য অর্পন দাস (২১), মো. আকিব হোসেন নুর (১৯) ও মো. সাব্বির হোসেন (২২)। তারা সবাই সাভার পৌর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। এতে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। রাতেই সাভার পৌর এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার দিন তারা রেডক্রিসেন্টের সেচ্ছাসেবী হিসেবে টিকাকেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহারিয়ার জাগো নিউজকে বলেন, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা হয়েছে। অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
রোববার দুপুর একটার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকা নিতে যান জাবি শিক্ষার্থী ইমন ও মাজেদ। পরে সেখানেই রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের মারধরের শিকার হন তারা।
মাহফুজুর রহমান নিপু/এসজে/এএসএম