ঢাবিতে বর্ষা উৎসব উদযাপন

ঢাবির টিএসসিতে বর্ষা উৎসব-১৪২৯ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ষা উৎসব-১৪২৯ উদযাপিত হয়েছে। বুধবার (১৫ জুন) বর্ষা উৎসব উদযাপন পরিষদ, ঢাবির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সবুজ চত্বরে এ উৎসব উদযাপনের আয়োজন করা হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট নৃত্যশিল্পী, লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন বর্ষা উৎসব উদযাপন পরিষদ, ঢাবির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

jagonews24

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ ধরনের উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে অসাম্প্রদায়িক মূল্যবোধ জেগে ওঠে এবং সম্প্রীতির মেলবন্ধন রচিত হয়। তাছাড়া বর্ষা মৌসুম বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়।’ এ সময় উপাচার্য পরিবেশ সংরক্ষণে বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃক্ষরোপণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপাচার্য শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা যন্ত্রসংগীত, দলীয় সংগীত, একক সংগীত, একক আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশন করেন।

আল-সাদী ভূঁইয়া/এসএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।