বর্ষাকে বরণ করতে জবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৪:০০ এএম, ১৬ জুন ২০২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

বর্ষাকে বরণ করে নিতে ‘এসো করো স্নান নবধারা জলে’ স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদীচী সংসদ আয়োজন করেছে ‘বর্ষাকল্প-১৪২৯’।

বুধবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বর্ষাকে স্বাগত জানিয়ে গান, কবিতা, নাচ, পালাসহ বিভিন্ন পরিবেশনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যজন মাসুম আজিজ, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল, উদীচীর কেন্দ্রীয় সংসদের নেতারা।

ড. কামালউদ্দীন আহমেদ বলেন, বর্ষা আমাদের মনকে প্রফুল্ল করে। আমার বয়স এখন ৬৫ অথচ বর্ষায় নিজেকে তরুণ মনে হয়। উদীচীর এমন আয়োজনকে স্বাগত জানাই।

মাসুম আজিজ বলেন, যে গান মানুষের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। যে গান মেহনতি মানুষের কথা বলে না, সে গান আমি গাইতে পারি না। মানুষের কথা বলাই সংস্কৃতির কাজ।

অনুষ্ঠানে উদীচী জবি সংসদ ছাড়াও পরিবেশনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমিসহ অন্যান্য সংগঠন। এছাড়া সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ব্যান্ডদল স্বপ্নবাজি, আবোল তাবোল, রিজেক্টেড, গল্প, ট্রাভেলার্স, মনের মানুষের সংগীত পরিবেশন করে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।