কৃষি সরকারের অগ্রাধিকারের এক নম্বর সেক্টর: কৃষিমন্ত্রী

কৃষি সরকারের অগ্রাধিকারের এক নম্বর সেক্টর এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২২-২৩: কতটুকু কৃষি এবং খাদ্য ব্যবস্থা সহায়ক’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এ কথা জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারিতে কৃষির অগ্রগতি বাধা প্রাপ্ত হলেও সরকার তা কাটিয়ে উঠতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। আমরা খাদ্য নিরাপত্তার জন্য বিদেশের ওপর কোনোক্রমেই নির্ভরশীল হতে চাই না।
বাকৃবির ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসনীন জাহান। সেমিনারে দেশ-বিদেশের অনেক বিজ্ঞানীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ দেন।
এ সময় বক্তারা বাজেটের বরাদ্দ যথাযথভাবে কাজে লাগাতে কৃষি সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া, ধান-চাল সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি, হাওড়ের বন্যা মোকাবিলায় শস্য বিমা চালু, কৃষি পণ্যের আপেক্ষিক আয়-ব্যয় পর্যালোচনা করে আমদানি-রপ্তানি কৌশল নির্ধারণ, রপ্তানি নির্ভর খাতগুলোতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি বিষয়ে মতামত দেন।
এসজে/এমএস