রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে ৪৭ আবেদন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪৭ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেন কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। তবে কোন পদের জন্য কতটি জীবনবৃত্তান্ত জমা হয়েছে তা জানা যায়নি।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ১২ নভেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৩ অক্টোবর বিকেলে রুয়েট শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জীবনবৃত্তান্ত নেওয়ার সময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ড. আনিকা ফারিয়া জামান অর্ণা, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবিব আহসান, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয়, রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুসহ অন্যান্য নেতাকর্মীরা
মনির হোসেন মাহিন/জেএস/জেআইএম