রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

১৬ দিনের শীতকালীন ছুটি পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ৩০ ডিসেম্বর শুরু হয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত ছুটি কাটাতে পারবেন তারা। তবে ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৮ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

এদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে ১৬ দিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেজন্য ৩০ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীরাও লম্বা শীতকালীন ছুটি পেয়ে আনন্দ প্রকাশ করছেন।

পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্বাধীন বলেন, শীতে মায়ের হাতের পিঠা খুব মিস করছি। অনেকদিন হয়েছে বাড়ি থেকে এসেছি। ছুটি না থাকায় এতোদিন বাড়িতে যেতে পারিনি। তাই ৩০ তারিখের আগেই বাড়িতে চলে যাবো। তবে বাড়িতে গেলেও ক্যাম্পাস খুব মিস করবো।

মনির হোসেন মাহিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।