থার্টি ফার্স্ট নাইট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে যেসব বিধিনিষেধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উদযাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেশকিছু বিধিনিষেধ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা বিজ্ঞপ্তিতে এসব বিধিনিষেধ কথা জানানো হয়েছে।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, অবশ্যই রাত ১১ টার মধ্যে নিজ নিজ হলে প্রবেশ করতে হবে, পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, হলের ভেতরে অথবা বাইরে মিছিল, সভা-সমাবেশ এবং কোনো প্রকার উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না এবং বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া হবে না।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফুটানো, মিছিল, ব্ল্যাকনাইট, ডিজে পার্টি, মাদক সেবন থেকে বিরত থাকতে হবে। এ ধরণের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা শাখার করণীয় সম্পর্কে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর বিকেল থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বহিরাগত কোনো মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সব গেট বন্ধ থাকবে। ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে এবং পুলিশ টহলের ব্যবস্থা থাকবে। বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল দোকানপাট রাত ১০ টার মধ্যে বন্ধ করতে হবে।

মাহবুব সরদার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।