বেদেদের কম্বল-চাল-ডাল দিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৮ জানুয়ারি ২০২৩

ভাসমান বেদে পল্লীর শীতার্তদের মধ্যে কম্বল, খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল স্বেচ্ছাসেবী সংগঠন বুনন।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় ক্যাম্পাসের পাশে গাড়াগঞ্জে অবস্থিত কালী নদীর পাড়ে এক বেদে পল্লীতে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, বুনন আয়োজিত হিম উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অর্জিত অর্থের মাধ্যমে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, তেল, চিড়া, পেস্ট, কম্বলসহ নিত্য প্রয়োজনীয় নানান সামগ্রী।

আরও পড়ুন: শীতার্তদের সহায়তার বার্তায় শেষ হলো ইবির ‘হিম উৎসব’

এসময় উপস্থিত ছিলেন, বুননের সভাপতি মাহদী হাসান, সম্পাদক শফিকুল আজম আকাশ, সহ-সভাপতি বাসু দেব সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

সহায়তা পেয়ে আলতাফ নামের এক বয়স্ক সাপুড়ে বলেন, আমাগো (আমাদের) থাকা খাওয়ার ঠিক নাই। শীতে খুব কষ্ট হয়। যারা এইগুলান (এগুলো) দিলো আল্লাহ তাগোর (তাদের) ভালা (ভালো) করুক।

আরও পড়ুন: সেশনজটে নাকাল ১২ বিভাগের শিক্ষার্থীরা

বুননের সম্পাদক শফিকুল আজম আকাশ বলেন, বুননের স্বেচ্ছাসেবীরা নিজেরা পরিশ্রম করে। আর এই পরিশ্রমের উপার্জন থেকে অসহায় মানুষকে সহায়তা করতে ভালোবাসে। সমাজের এ ভাসমান জনগোষ্ঠী নানা ভাবেই বঞ্চিত। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এ উদ্যোগ।

রুমি নোমান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।