রাজশাহী বিশ্ববিদ্যালয়

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় থাকবেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৯ এএম, ৩০ জানুয়ারি ২০২৩

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩০ জানুয়ারি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ১০৩জন কৃতী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক এবং ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ ও ‘ডা. এ. কে. খান স্বর্ণপদক প্রদান করা হবে।

আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তার।

মনির হোসাইন মাহিন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।