জাগো নিউজে প্রতিবেদন প্রকাশ
পুড়িয়ে ফেলা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ‘পপি গাছ’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পপি ফুলের গাছগুলো তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামের নির্দেশে এ নিষিদ্ধ গাছগুলো পুড়িয়ে ফেলা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় জাগো নিউজে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে নিষিদ্ধ পপি ফুল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে পড়ে।
এর পরপরই এ নিষিদ্ধ গাছগুলো তুলে ফেলতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এছাড়া ক্যাম্পাসের অন্য কোথাও পপি গাছ দেখা গেলে দ্রুত তুলে ফেলার নির্দেশও দেয় প্রশাসন।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শায়খুল ইসলাম মামুন জিয়াদ জাগো নিউজকে বলেন, পপি গাছ আমার হলে জন্মেছিল বিষয়টি জানা ছিল না। উপ-উপাচার্য নির্দেশনা দেওয়ার পরপরই আমি মালিদের দিয়ে এ গাছগুলোকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। আমার হলে যেন এরকম আগাছা জন্মানোর সঙ্গে সঙ্গে তুলে ফেলা হয় মালিদের সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম জাগো নিউজকে বলেন, পপি যেহেতু একটি নিষিদ্ধ গাছ তাই আমাদের ক্যাম্পাসেও আমরা এ গাছটি লাগানো নিষিদ্ধ করেছি। জাগো নিউজের প্রতিবেদন দেখার পরপরই আমি হল প্রাধ্যক্ষকে ফোন দিয়ে দ্রুত এ নিষিদ্ধ গাছ তুলে ফেলার আহ্বান করি। আমার আহ্বানে সারা দিয়ে হল প্রাধ্যক্ষ এ নিষিদ্ধ গাছগুলো তুলে পুড়িয়ে ফেলেন। আমরা আরও খোঁজ নিচ্ছি এমন গাছ পাওয়া গেলে সেগুলোকেও তুলে পুড়িয়ে ফেলা হবে।
পপি ফুল বাংলাদেশে একটি নিষিদ্ধ ফুল বলে পরিচিত। একে আফিম ফুলও বলা হয়। পপি ফলের রস থেকে আফিম তৈরি হয়।
মনির হোসেন মাহিন/এমআরআর/জিকেএস