রুয়েটের তিন ছাত্র কারাগারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

অপহরণ ও চাঁদাবাজি মামলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দুপুরের দিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার রুয়েটের তিন ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, শাহ আলম রাতুল, কামরান সিদ্দিক রাশেক এবং নূর মোহাম্মদ নাবিল। তারা সবাই রুয়েটের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তাদের বিরুদ্ধে মামলা করেন ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র মো. নাজমুল হাসান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন নাজমুল হাসান। তখন অজ্ঞাতপরিচয় কয়েকজন এসে তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে ওই ছাত্রীকে বাসায় যেতে বলে নাজমুলকে রুয়েটে তুলে নিয়ে যাওয়া হয়।

সেখানে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে মারধর করা হয়। প্রাণে বাঁচতে তৎক্ষণাৎ ২০ হাজার টাকা দিতে বলা হয়। তখন ভুক্তভোগী বন্ধুদের ফোন দিয়ে টাকা চান। টাকা দিতে বিলম্ব হওয়ায় অভিযুক্তরা তার বাবাকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা নিতে চাপ দেন এবং নাজমুলকে মারধর করেন।

একপর্যায়ে নাজমুলের বন্ধুরা মতিহার থানায় বিষয়টি জানালে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরবর্তীকালে চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মনির হোসেন মাহিন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।