দুই শিক্ষার্থীকে মারধর

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা, গ্রেফতার ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৪ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোরের দিকে শৈলকুপা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলাটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশে একটি মামলা করেছি। মামলায় দুজনকে প্রধান আসামি করা হয়েছে।’

শৈলকুপা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিতা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একটি মামলা করেছেন। মামলা নম্বর ২০।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে প্রশাসন।

সোমবার (১৩ মার্চ) ক্যাম্পাসের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।

রুমি নোমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।