রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি লতিফ, সম্পাদক মাসুদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৮ মার্চ ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের নবম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফকে সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে এ কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল হাসান।

প্রাথমিকভাবে সাত সদস্যদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি কারিমা খাতুন ও নাজনীন আরা নিশু। যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আলম, কোষাধ্যক্ষ শেখ সৈকত, সাংগঠনিক সম্পাদক পরিসংখ্যান গোলাম রাব্বি।

অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, দেশব্যাপী রাবি সায়েন্স ক্লাবের সুনাম ছড়িয়ে পড়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, বিজ্ঞানের পরিধি ব্যাপক। বিজ্ঞান প্রচারে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম, আজীবন সদস্য সৌরভ পাল, শের আলী এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি আবিদ হাসান প্রমুখ।

মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।