বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

আবাসিক হলের মাঠে যুবলীগের সমাবেশ, শিক্ষার্থীদের ক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২১ মার্চ ২০২৩

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জি এম এ জি ওসমানী হলের মাঠে স্থানীয় যুবলীগের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ঘটনায় ওই হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, বুধবার (২২ মার্চ) যুবলীগ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরে বাংলা নগর থানার অন্তর্গত ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নম্বর ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন ওই হলের মাঠে অনুষ্ঠিত হবে।

এজন্য হলের প্রধান ফটকের বাইরে ও ভেতরে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। হলের মাঠে সম্মেলনের স্টেজ করা হয়েছে। এরইমধ্যে সেখানে বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছে। এতে করে হলের শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার আতঙ্ক ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

হলটির আবাসিক শিক্ষার্থী আল-আমিন বলেন, একটা আবাসিক হলে এই ধরনের আঞ্চলিক সমাবেশ প্রথম দেখছি। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এই ধরনের সমাবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুটেক্সের আবাসিক হলের মাঠে যুবলীগের সমাবেশ, শিক্ষার্থীদের ক্ষোভ

আরেক শিক্ষার্থী জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোকে স্থানীয়দের দখলে দিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলছি, শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর জন্য দায়ী থাকবে। এর দায়ভার হল প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরি মজুমদার বলেন, আমাদের কাছে সিকিউরিটি সেকশনের মাধ্যমে একটি আবেদন আসে, আমরা সেটা আমলে নিয়ে সবার সম্মতিক্রমে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।

একটা আবাসিক হলে এমন রাজনৈতিক আঞ্চলিক সমাবেশের অনুমতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া যুক্তিযুক্ত কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি একা দিইনি। সবার সঙ্গে কথা বলেই অনুমতি দেওয়া হয়েছে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।