রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
সভাপতির কক্ষে তালা মেরে আমরণ অনশনে শিক্ষার্থীরা
পাঁচমাসেও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ না করায় ও সেশনজটের প্রতিবাদে সভাপতির কক্ষসহ বিভিন্ন কক্ষে তালা মেরে বিভাগের সামনে অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের চতুর্থ তলায় বিভাগের সামনে ছয় দফা দাবিতে অনশনে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, মারাত্মক সেশনজটের কবলে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় সেমিস্টার পরীক্ষা শেষ করে চতুর্থ সেমিস্টারে ক্লাস করছেন। অনেক বিভাগের শিক্ষার্থীরা চতুর্থ সেমিস্টার শেষ করে পঞ্চম সেমিস্টারে উঠে ক্লাস করছেন। অথচ আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হয় গত নভেম্বরে। ৬ মার্চ তাদের তৃতীয় সেমিস্টার হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দেওয়ার পাঁচমাস হলেও এখনো তাদের ফলাফল প্রকাশ করেনি বিভাগ। ফলাফল প্রকাশ না হওয়ায় তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারছেন না এ বিভাগের শিক্ষার্থীরা। তাই খুব শিগগির পরীক্ষার দাবিতে বিভাগের সভাপতিসহ বিভিন্ন কক্ষে তালা মেরে বিভাগের সামনে অনশনে বসেছেন তারা
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করে তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা ঈদুল ফিতরের আগে সম্পন্ন করতে হবে।
২. পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
৩. নোটিশের নামে ভাঁওতাবাজি বন্ধ করতে হবে।
৪. ছয়মাসের সেমিস্টার তিনমাসে শেষ করতে হবে।
৫. সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একমাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
৬. বিভাগের আমলাতান্ত্রিক জটিলতা ও শিক্ষার্থীদের হয়রানি নিরসন করতে হবে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুয়াজ্জিন শিকদার বলেন, ‘আমরা এখনো তৃতীয় সেমিস্টার শেষ করতে পারিনি। অথচ আমাদের বন্ধু-বান্ধবরা চতুর্থ সেমিস্টার শেষ করে ফেলেছে। আমরা ছয় দফা দাবি নিয়ে এখানে এসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো।’
বিভাগের আরেক শিক্ষার্থী ফারজানা হৃদি বলেন, ‘আমরা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। ২০২৩ সালে আমাদের অনার্স শেষ হওয়ার কথা থাকলেও এখনো আমরা প্রথম বর্ষেই আছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন থেকে উঠবো না।’
এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সায়েদ মো.আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘সকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। দু-তিনদিনের মধ্যে তাদের ফলাফল প্রকাশ করা হবে।’
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম