শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘সবুজ মানবপ্রাচীর’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৩

স্বাধীনতা দিবসে ‘সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, একসঙ্গে জলবায়ু পরিবর্তন রুখি’ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে সবুজ বিশ্ব গড়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৬ই মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ব রেকর্ড সিলেট বিভাগের কো-অর্ডিনেটর রমজান হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক রনি বসাক এবং নাজমুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল করিম কিম বলেন, ‘আমরা সচেতনতো দেশ সচেতন। পরিবেশের জন্য আমরা ভালো যা কিছু করবো তা একসময় ভালো কিছু হিসেবেই ফিরে পাবো।’

নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।