স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় অনড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র পদ্ধতিতে গ্রহণের সিদ্ধান্তে অনড় থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২৮ মার্চ) সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৪ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আহ্বানের জন্য উপাচার্যকে অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ইউজিসির সভা থেকে ফিরে এসে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান ইউজিসি থেকে আবারো গুচ্ছের অধীনে পরীক্ষা গ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছে।

মঙ্গলবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ওপর সম্মান রেখে পূর্বের সিদ্ধান্তে অনড় শিক্ষকরা। বুধবার উপাচার্যকে এ সিদ্ধান্ত জানিয়ে ৪ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বানের আনুরোধ করা হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার বলেন, যেহেতু আমাদের শিক্ষক সমিতির সাধারণ সভা ও একাডেমিক কাউন্সিলে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে তাই আমরা সেই সিদ্ধান্তে অনড় আছি। আর অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে তাই ৪ এপ্রিলের মধ্যে ভর্তি কমিটির সভা আহ্বানের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হবে।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী সভা ও সাধারণ সভায় গুচ্ছ থেকে সরে এসে একক বা স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সরকারকে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। এসব সিদ্ধান্ত চিঠি আকারে উপাচার্যকে জানানো হয়। ১৫ মার্চ বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেয়। ১৯ মার্চ ১২৫ তম একাডেমিক কাউন্সিলের (জরুরি) সভায়ও একই সিদ্ধান্ত গৃহীত হয়।

রুমি নোমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।