শেকৃবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক অলোক কুমার পাল
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন উপ-উপাচার্য ও অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটিরিনারি মেডিসিন অনুষদের ডিন নিযুক্ত করা হয়েছে। উপ-উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং এএসভিএম অনুষদের ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড কে বি এম সাইফুল।
রোববার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক অলোক কুমার পালের উপ-উপাচার্য নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. অলোক কুমার পাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি/আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন তিনি। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী এএসভিএম এর নতুন ডিন ঘোষণা করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, এ বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটিরিনারি মেডিসিন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. লাম-ইয়া-আসাদ এর ডিন হিসেবে নিয়োগের মেয়াদ ২৪-০৪-২০২৩ তারিখ পূর্ণ হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫(৫) উপ-ধারা মোতাবেক উক্ত অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ২ বছরের জন্য অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটিরিনারি মেডিসিন অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
তাসনিম আহমেদ তানিম/এমআইএইচএস/জিকেএস