প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৩ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০২ মে ২০২৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী তিন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের এগ্রি ইকোনমিক্স বিভাগের ফাইরুজ গোহার এবতিদা (৩.৯৫), এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শারমিন খাতুন (৩.৯১) ও কৃষি অনুষদের মোছা. জাকিয়া ইসলাম (৪)।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য এবার মোট ১৭৮ শিক্ষার্থীকে মনোনীত করা হয়।

তাসনিম আহমেদ তানিম/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।