‘জুলিও কুরি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা এনে দিয়েছিল’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৩ মে ২০২৩

‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তি বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা এনে দিয়েছিল বলে মন্তব্য করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. অলোক কুমার পাল।

তিনি বলেন, জুলিও কুরি পদকপ্রাপ্তি ছিল বাঙালি জাতির জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। জাতির পিতা আজীবন মানবতার মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। জুলিও কুরি পদকপ্রাপ্তি বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা এনে দিয়েছিল।

মঙ্গলবার (২৩ মে) শেকৃবি প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শেকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

তাসনিম আহমেদ তানিম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।