চাঁদা না দেওয়ায় বাধা
জাগো নিউজে সংবাদ প্রকাশের পর হলের সংস্কারকাজ শুরু

রাজধানীর রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের (পুরোনো হোম ইকনোমিক্স কলেজ) শেখ হাসিনা হলের সংস্কারকাজ পুনরায় শুরু হয়েছে৷ জাগো নিউজে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (২৫ মে) কাজ শুরু হয় বলে জানা গেছে।
সোমবার (২৯ মে) বিকেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর সোনিয়া বেগম কাজ শুরুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
আরও পড়ুন>> চাঁদা না পেয়ে কাজ আটকে দেওয়ার অভিযোগ ২ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
তিনি বলেন, পুনরায় কাজ শুরু হয়েছে ৷ খুব ভালোভাবে কাজ চলছে। আজও ইঞ্জিনিয়ার আমাকে বলেছেন, দ্রুতই কাজ শেষ হবে।
এর আগে গত ২৪ মে ‘চাঁদা না পেয়ে কাজ আটকে দেওয়ার অভিযোগ ২ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়ে কলেজ শাখা ছাত্রলীগ।
দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে ছিলেন হলের শিক্ষার্থীরা। নতুন করে কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।
নাহিদ হাসান/ইএ/এএসএম