রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি , বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩০ মে ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩০ মে) ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়।

আটক স্বপন হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তিনি তানভীর হোসেন নামের এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। অন্যজন হলেন মোহাম্মদ হোসাইন। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড আসাবুল হক বলেন, প্রক্সিকাণ্ডে তিনজনকে আটক করা হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, প্রক্সি দেওয়ায় দুজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এ দুজন ছাড়াও আরও একজন আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।