মধ্যরাতে চবির ২ হলে তল্লাশি, স্টাম্প-রড উদ্ধার

দফায় দফায় সংঘর্ষের জের ধরে মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে তল্লাশি চালানো হয়েছে। এসময় লোহার রড, স্টাম্প, হকিস্টিক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) দিনগত রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলে চলে এ তল্লাশি। এসময় প্রক্টরিয়াল বডি ছাড়াও হল প্রশাসন ও পুলিশ উপস্থিত ছিল।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রাতে ২ ঘণ্টা ও দুপুরে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। বিবাদে লিপ্ত গ্রুপের নাম সিএফসি ও সিক্সটি নাইন। সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের কর্মীদের দেশীয় অস্ত্র, রডসহ মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষে পুলিশ, নিরাপত্তা কর্মী, প্রক্টরসহ ২৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তল্লাশির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া বলেন, পরিস্থিতি বর্তমানে একদম স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তল্লাশি চালাচ্ছি৷ তবে কাউকে আটক করা হয়নি। আমরা কিছু রড, স্টাম্প পেয়েছি৷
আহমেদ জুনাইদ/এমএইচআর