গুচ্ছভর্তি
শাবিপ্রবিতে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৫ টিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় সার্বিক শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করবে ৫টি টিম। শনিবার (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শেষ হতে যাচ্ছে তৃতীয় বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।
শুক্রবার (২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় ক্যাম্পাসের নিকটস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও সিট বসানো হবে। সব জায়গায় প্রক্টরিয়াল টিম, শৃঙ্খলা কমিটি, সিকিউরিটি টিম, বিএনসিসি টিম ও পুলিশ বাহিনীর সদস্য নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবো।
আরও পড়ুন: আগস্টে শুরু হতে পারে গুচ্ছভর্তি পরীক্ষা
তিনি বলেন, জালিয়াতি প্রতিরোধে পরীক্ষার হলে ঢুকার আগে শিক্ষার্থীদের স্ক্যানিং করা হবে। সবাইকে আহ্বান করছি, হলের ভিতরে যাতে কোনো ইলেকট্রনিক ডিভাইস না নিয়ে যায়। প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র নিয়ে আসা যাবে না। যদি ভুলবশত কেউ নিয়ে আসে বিএনসিসি টিম সেগুলো জমা রাখবে। তবে হলের ভিতরে কোনোভাবেই সেগুলো নিয়ে যাওয়া যাবে না।
এদিকে যাতায়াত সমস্যা দূরীকরণে শহরের বিভিন্ন রোডে শিক্ষার্থী, অভিভাবক, স্টাফ, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, আগামীকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রের পাঁচটি একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, আইআইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ও ক্যাম্পাসের নিকটস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ ৯টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৩৯ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।
নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস