ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে এআইইউবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ জুন ২০২৩

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৩ এ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে শীর্ষ ৫০ তালিকায় স্থান পেয়েছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এআইইউবি শীর্ষস্থান অর্জন করেছে।

ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগে এআইইউবি বিশ্বব্যাপী শীর্ষ ৫০ তালিকায় স্থান পেয়েছে। সেই সঙ্গে গ্লোবাল টপ ১০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির তালিকায় এআইইউবি ১০১-২০০ এর তালিকায় স্থান পেয়েছে। গত ১৭ মে ২০২৩ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট র‌্যাংঙ্কিং ২০২৩ এর তালিকা প্রকাশিত হয়েছে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।