শাবিপ্রবিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৫ জুন ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে প্রশাসন। সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও অফিস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লেখিত ১৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়। ফলে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ক্লাস ও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।