ইসলামী বিশ্ববিদ্যালয়

ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম বিপ্লব হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট অংশগ্রহণকারী ২ হাজার ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬০৮ জন পাস করেছেন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮০ শতাংশ।

এদিকে এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বিপ্লব হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাবর আলীর ছেলে। তার রোল নম্বর ডি-১৯৫৭। বিপ্লব দামুড়হুদা ডি এস দাখিল মাদরাসা থেকে মাধ্যমিক (দাখিল) ও বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসা থেকে উচ্চমাধ্যমিক (আলিম) শেষ করছেন। উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন বিপ্লব।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও আরবি ভাষা সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব বলেন, মোট ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ হয়েছে। মোট তিনটি তালিকা প্রকাশ হয়। এর মধ্যে তৃতীয় মেধাতালিকার সর্বনিম্ন নম্বর ৭১.৪০ (জিপিএ সহ)। এবারে ২০১১ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ১৬০৮ জন পাস করেছেন। তাদের সাক্ষাৎকার ও ভর্তির সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

ভর্তির পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

রুমি নোমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।