শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ময়লা থেকে তৈরি হবে জৈবসার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
প্রকাশিত: ১০:৩০ এএম, ০৮ আগস্ট ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচটি আবাসিক হল ও শিক্ষক-কর্মকর্তাদের কোয়ার্টারের সামনে ৫০টি আধুনিক ময়লার বিন স্থাপন করা হচ্ছে। সংগৃহীত এসব ময়লা থেকে প্রয়োজনীয় ময়লা দিয়ে জৈবসার তৈরি করা হবে বলে জানা গেছে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের সামনে তিন দিকে তিনটি বিন স্থাপন করা হয়েছে। এসব বিনে ময়লা ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। ক্যাম্পাসের অন্যান্য হল ও কোয়ার্টারের সামনেও এ ধরনের বিন স্থাপনের কার্যক্রম চলমান।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ময়লা থেকে তৈরি হবে জৈবসার

উপ-উপাচার্য কবির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্রজেক্টের আওতায় এসব কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে হল ও কোয়ার্টারের সামনে ৫০টি বিন স্থাপনের কাজ চলছে। নতুন-পুরোনোসহ সবগুলো বিন থেকে রাসায়নিক পদার্থ, শাকসবজি-ফলমূলের খোসাসহ তিন ধরনের ময়লা সংগ্রহ করা হবে। এরপর মেশিনে প্রক্রিয়াজাত করে জৈবসারে রূপান্তরিত করা হবে।

তিনি আরও বলেন, এসব জৈবসার ক্যাম্পাসে যেসব গাছপালা লাগানো হচ্ছে সেগুলোতে ব্যবহার করা হবে। চাহিদার তুলনায় জৈবসার বেশি উৎপাদন করতে পারলে পরবর্তী সময়ে আমরা এগুলো বিক্রি করতে পারবো।

ময়লার বিন স্থাপনে ব্যয় হওয়া অর্থের উৎসের বিষয়ে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ইউজিসি থেকে এ টাকা এনেছিলেন। সে টাকা এ বিন স্থাপনের কাজে লাগানো হচ্ছে।

নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।