জাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে একদল শিক্ষার্থী। বুধবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ব্যানারে এ দিবস পালন করেন তারা।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা র্যালি, উপজাতীয় নৃত্য, সঙ্গীত পরিবেশন করেছে। পরে এক সমাবেশে আলোচকরা সংবিধানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি প্রদানসহ বেশ কিছু দাবি জানান।

সমাবেশে বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নিপুণ ত্রিপুরা বলেন, সমতলে থাকা অনেক আদিবাসী জনগোষ্ঠী ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি রাষ্ট্র সহযোগিতা করতো, তাহলে তারা তাদের ভাষা, সংস্কৃতি প্রভৃতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে টিকে থাকতো। কিন্তু আমরা আলাদা বৈশিষ্ট্যধারী হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের একটা পুরোপুরি ভিন্ন ভাষা ও সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে কষ্ট হয়। আমাদের এগিয়ে নিতে একটা সময় পর্যন্ত কোটা ব্যবস্থা চালু থাকলেও এখন রাষ্ট্র সেটা বাতিল করেছে। তাই আমাদের দাবি আমাদের যেন রাষ্ট্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়।

আরও পড়ুন: পরীক্ষার খাতার সঙ্গে মিল নেই হাতের লেখা, কারাগারে ২ ভর্তিচ্ছু

গারো আদিবাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পঙ্কজ ফ্রান্সিস বলেন, ‘মেঘালয় সীমান্তে গারো পাহাড়সহ আদিবাসী অধ্যুষিত বেশকিছু এলাকায় সামাজিক বনায়নের নামে সরকার দেশের আদিবাসীদের জমি অবৈধভাবে দখল করার পায়তারা চালাচ্ছে। এটা আমাদের বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, জমি এবং সামাজিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জয়ন্ত ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইরফানুল ইসলাম ইফতু প্রমুখ।

মাহবুব সরদার/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।