শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস শুরু ৩১ আগস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৬ আগস্ট ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষের নবীনবরণ হবে ৩০ আগস্ট এবং ক্লাস শুরু হবে ৩১ আগস্ট।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বেড়েছে সাড়ে ২২ শতাংশ

তিনি জানান, ১৭ আগস্ট কোটায় ও ২০ ও ২১ আগস্ট চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি অনুষ্ঠিত হবে। এরপর ২৭-২৯ আগস্ট পর্যন্ত ডোপ টেস্ট ও মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ৩০ আগস্ট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হবে। এদিন সকালে বিজ্ঞান অনুষদ ও বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। ৩১ আগস্ট থেকে তাদের ক্লাস শুরু হবে।

নাঈম আহমদ শুভ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।