ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শরৎকালীন নবীনবরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৩০ আগস্ট ২০২৩

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শরৎকালীন সেমিস্টার ২০২৩-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

jagonews24

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সুদক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনা দেন।

বিভাগটির বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম। এছাড়াও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

jagonews24

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. হাসান ইমাম। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন।

সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউআইটিএসের অন্যতম সেরা বিভাগ। ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বরাবরই শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নিজেকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হিসেবে ভবিষ্যতে দেশের অবকাঠামোগত উন্নয়নে আমাদের শিক্ষার্থীদের অবস্থান হবে প্রশংসাযোগ্য। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের মেগা প্রজেক্টগুলোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে, যা আমাদের জন্য বেশ গর্বের ও আনন্দের।

jagonews24

আলোচনা পর্ব শেষে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব-ইউসেক উদ্যোগে আয়োজিত ইউসেক আন্তঃবিভাগীয় ফুটবল ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি এবং মেডেল পরিয়ে দেন অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়শা আক্তার সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্বাগত জানিয়ে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।