শাবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি ড. আশরাফ, সম্পাদক ড. খালিদুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের অনুমোদিত কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ মোরাদ ও অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ পিএমই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও মহিলা বিষয়ক সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া হক।

আরও পড়ুন: শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, অধ্যাপক ড. নাজনীন আখতার, অধ্যাপক ড. মোহাম্মদ এছহাক মিয়া, সিইই বিভাগের অধ্যাপক ড. মিছবাহ উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এসএম খুরশিদ আলম ও পিএসএস বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।