রাজশাহী বিশ্ববিদ্যালয়

পেরেক ঠুকে গাছে ব্যানার টানানো বন্ধে ক্যাম্পাসে মাইকিং

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

ক্যাম্পাসে থাকা গাছে পেরেক ঠুকে ব্যানার-ফেস্টুন টানানো থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলকে বিরত থাকতে মাইকিং করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মাইকিং করতে দেখা যায়।

এ সময় বলা হয়, ক্যাম্পাসের অভ্যন্তরের গাছগুলোতে পেরেক ঠুকে ব্যানার-ফেস্টুন টানানো থেকে বিরত থাকতে সব শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া হলো। বিকল্প হিসেবে দড়ি টানিয়ে ব্যানার-ফেস্টুন টানাতে হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা গেট, প্যারিস রোড, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, হলগুলোর সামনে, বিনোদপুর ও রেলস্টেশনসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলোতে পেরেক ঠুকে ঝুলানো হয়েছে ছাত্রলীগের নির্বাচনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, চিকিৎসক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রচার-প্রচারণার অসংখ্য সাইনবোর্ড-ব্যানার টানানো হয়েছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৬তম শাখা ছাত্রলীগের সম্মেলনে পদপ্রত্যাশী নেতাকর্মীরা তাদের নির্বাচনী ব্যানার-পোস্টার ক্যাম্পাসের বিভিন্ন গাছে পেরেক ঠুকে টানাতে দেখা যায়।
ফলে একদিকে যেমন ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে ছয়মাস আগে জাগোনিউজ২৪.কম-এ ‘পেরেকে ক্ষত-বিক্ষত পরিবেশ বন্ধু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন তুলতে নির্দেশ দেয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক জাগো নিউজকে বলেন, আমরা জানতে পেরেছি অনেকেই ক্যাম্পাসের গাছে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার টানাচ্ছে। যারা টানিয়েছে তাদের ডেকে দ্রুত ব্যানার-পোস্টার তুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের মতো গাছেরও জীবন আছে। পেরেক ঠুকলে গাছের আয়ু কমে যায়। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করতে প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে।

মনির হোসেন মাহিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।