ছাত্রলীগ থেকে বিবাহিত ও মাদকাসক্তদের বাদ দিতে হবে: রাসিক মেয়র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ছাত্রলীগের মধ্যে অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে পড়েছেন। তাদের চিহ্নিত করে আলাদা করতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, যারা ছাত্রসমাজের সঙ্গে মিশতে পারেন না, যাদের ছাত্রসমাজ গ্রহণ করে না, যারা নামে ছাত্র, বছরের পর বছর অকৃতকার্য হয়ে ঝুলে আছেন, যারা বিবাহিত এবং যারা মাদকাসক্ত; এসব ক্যাটাগরি বাদ দিয়ে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে ফ্রেশ ছাত্রলীগকে নিয়ে আসতে কেন্দ্রীয় ছাত্রলীগকে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শাখা ছাত্রলীগের চতুর্থ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র লিটন।

রাসিক মেয়র আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন করা হয়েছে। এটি কিন্তু মুক্তিযুদ্ধের অর্জন, মুক্তিযুদ্ধের মূলশক্তি। আওয়ামী লীগ ছাড়া এমন কথা কেউ ভাবেনি, ভাবতো না এবং বাস্তবায়নও করতো না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন, যা আসলেই আমাদের জন্য গর্বের।’

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘শেখ হাসিনা সাধারণ মানুষকে তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার দিয়েছেন। আমরা আকাশ জয় করেছি, দরিদ্রতা জয় করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। কী দেয়নি শেখ হাসিনা সরকার!’

এসময় বার্ষিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু।

এরআগে দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন এবং সম্মেলনের উদ্বোধক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপু সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাইদ কনক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক তানান।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।