ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল থেকে পড়ে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কাজী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফিরোজ বিজয় একাত্তর হলের ওপর থেকে রিডিং রুমের পাশে মাঠে পড়েন। শব্দ শুনে রিডিংরুমের শিক্ষার্থীরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ফিরোজকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও পড়ুন>> নিজ ঘরে মিললো জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর ঢামেকে ফিরোজকে দেখতে আসেন ঢাবির জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ। তারাও ফিরোজের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফিরোজ কীভাবে পড়ে মারা যান সে বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।

আল-সাদী ভূইয়া/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।