রুয়েটে নবীনদের ক্লাস ৩০ সেপ্টেম্বর, র‍্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। তাই ক্যাম্পাস, হল ও বাইরে যেকোনো প্রকার মাদক সেবন এবং র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রুয়েট প্রশাসন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক রবিউল আউয়ালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে হয়রানি ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়র শিক্ষার্থীদের হয়রানির শিকারও হয়েছে। এমনকি ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে।

ক্যাম্পাস ও হলে মাদক ব্যবহার ও র‍্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় ক্যাম্পাস, হল ও হলের বাইরে যেকোনো প্রকার মাদক ব্যবহার ও র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মনির হোসেন মাহিন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।