জাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নিবন্ধন শুরু ১ অক্টোবর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে গ্র্যাজুয়েটদের নিবন্ধন শুরু হবে রোববার (১ অক্টোবর। নতুন গ্র্যাজুয়েটরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেলের প্রধান সৈয়দ মোহাম্মদ আলী রেজা সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেলে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হবে।

নিবন্ধনের যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের তারিখ থেকে বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর আগে নিয়মিত স্নাতক, স্নাতক/এমফিল বা পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এতে তিন বছরের জন্য নিবন্ধন ফি ৫০০ টাকা ও আজীবন নিবন্ধন ফি এক হাজার টাকা করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ে ফি প্রদান করে ju-regigraduate.org এ প্রবেশ করে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সেলের প্রধান। এরআগে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সিনেটের রেজিস্ট্যার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

মাহবুব সরদা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।