শাহজালাল বিশ্ববিদ্যালয়

তার ছাড়াই গাড়িতে হবে চার্জ, দেশের প্রথম উদ্ভাবন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদ্ভাবিত হয়েছে দেশের প্রথম তারবিহীন চার্জিং বৈদ্যুতিক যান। উদ্ভাবনকারী সকলেই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে উদ্ভাবনকারী দলের পরিদর্শক এবং পরামর্শক ড. ইফতেখারুল আমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যানটিতে উচ্চ ফ্রিকুয়েন্সি সম্বলিত ইনভার্টার টেকনোলজি, ব্যাটারি ম্যানেজমেন্টে সিস্টেম, ভোল্টেজ নিয়ন্ত্রক ব্যবস্থা, কিলো হার্জ রেঞ্জ রেজন্যান্ট কাপলিং, সিরিজ কম্পেন্সেটিং নেটওয়ার্ক, ভুল সংযোগ প্রতিরোধী টেকনিক, প্রোটেকশনের ব্যবস্থাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহৃত হয়েছে। ৪০ শতাংশেরও বেশি কার্যদক্ষতা রয়েছে যানটিতে। যানটি উদ্ভাবনের পর শিক্ষার্থীরা এই যান চালিয়ে পরীক্ষা করে দেখেন। এটি তারা সফলভাবে চালাতে সক্ষম হন।

তিনি আরও বলেন, আমাদের দেশে এখনো তারবিহীন বৈদ্যুতিক যানের ব্যবহার শুরু হয়নি। তবে উন্নত বিশ্বে এর ব্যবহার আছে। অদূর ভবিষ্যতে দেশে ব্যবহার শুরু হলে এ উদ্ভাবন প্রসারতা বৃদ্ধি করবে। এই উদ্ভাবন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন একটি বড় অর্জন। তেমনি বাংলাদেশের অগ্রগতিতে বড় একটি মাইলফলক।

উদ্ভাবিত প্রজেক্ট দলের সদস্যরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ করা নাহিদ ইসলাম, কবির হাসান ও আজম জামান এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ান জাকারিয়া, রিফাত হোসেন, আবির মাহমুদ, সাজ্জাদ হোসাইন, ইরফান উদ্দিন আহমেদ মেহেদী ও তাওসিফুল আলম।

এছাড়া প্রজেক্টের পরিদর্শক এবং পরামর্শক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক নাফিস ইমতিয়াজ রহমান।

নাঈম আহমদ শুভ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।