ইসলামী বিশ্ববিদ্যালয়

আবাসিক হলগুলোতে রাতে উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে সন্ধ্যার পর উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবাসিক হলগুলোতে রাতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধের দাবিতে শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর আরও বলেন, সন্ধ্যার পর কেউ আবাসিক হলে উচ্চ শব্দে গান বাজাতে পারবেন না। শনিবার (৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন আকারে বিষয়টি জানানো হবে।

এরআগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) আবাসিক হলে রাতে উচ্চ শব্দে গান বাজানোয় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে দাবি করে লিখিত অভিযোগ দেন কয়েকজন শিক্ষার্থী। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ অভিযোগের ভিত্তিতে বুধবার (৬ ডিসেম্বর) জরুরি সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ আটটি আবাসিক হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।